অন্য নামঃ নায়না, রুহি
পেশাঃ একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী,মডেল
জন্মঃ ৮ই জানুয়ারি ১৯৯০
বর্তমান বয়সঃ ২৮ বছর (২০১৮ পর্যন্ত)
জন্মস্থানঃ কলকাতা, পশ্চিম বাংলা
বর্তমানে তিনি দক্ষিণ কলকাতায় তার পরিবারসহ বাস করছেন
জাতীয়তাঃ ভারতীয় ধর্মঃ ইসলাম (মুসলিম)
উচ্চতাঃ ৫ ফু ৮ ইঞ্চি (১.৭৩ মি)
তিনি 'কুইন অব দ্য মিশন স্কুল'-এ স্কুলজীবন সমাপ্ত করেন
এবং 'ভবানীপুর কলেজ, কলকাতা' হতে বি কম ডিগ্রি লাভ করেন
কার্যকালঃ ২০১১ সাল থেকে বর্তমান
ভারতীয় বাংলা সিনেমা 'শত্রু' সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন
প্রতিটি সিনেমার জন্য প্রায় ১৫-২০ লক্ষ টাকা নেন
২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামক একটি সৌন্দর্য প্রতিযোগীতায় বিজয়ী হন এবং তার সৌন্দর্যের কারনে তিনি মডেলিং-এ সুযোগ পান।
৩ই জুন ২০১১ সালে মুক্তি পাওয়া এসকে মুভিজ প্রযোজিত রাজ চক্রবর্তীর পরিচালনায় 'শত্রু' সিনেমায় তিনি নায়ক জিতের বিপরীতে প্রথমবারের মত সিনেমায় অভিনয় করেন ।
২০১৩ সালে তার দ্বিতীয় সিনেমা নায়ক দেবের বিপরীতে 'খোকা ৪২০' অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান এবং তাকে আর পিছনে তাকাতে হয়নি..
২০১৪ ও ২০১৬ সালে তার করা আইটেম সং 'চিকেন তান্দরি' ও 'আইটেম বম' 'সোনা' মুক্তি পাওয়ার পর দশর্ক মহলে খুব জনপ্রিয়তা পায়
তার মা একজন অভিনেত্রী ছিলেন এবং
বাংলাদেশী অভিনেত্রী 'তারিন জাহান' তার আপন ফুফু হন
অনেকেই মনে করেন অঙ্কুশ হাজরা তার বয়ফ্রেন্ড কিন্তু আসলে তাদের মাঝে তেমন কোন সম্পর্ক নেই
অনেকদিন আগেই নুসরাত জাহান, ভিক্টর ঘোষ নামের একজনকে গোপনে বিয়ে করেছেন যদিও তিনি বিষয়টি অস্বীকার করে বলেন তারা বিয়ে করেন নি করবেন
তার প্রিয় অভিনেত্রী ভারতীয় ঋতুপর্ণ ঘোষ
নুসরাত জাহান মিষ্টি খুব পছন্দনীয় খাবার
বাড়িতে নিজেই রান্না বান্না করতে ভালবাসেন
তিনি জিম করতে একদমেই পছন্দ করেন না আউটডোরে এক্সারসাইজ বেশি পছন্দ করেন
সুন্দর্য বৃদ্ধি করার জন্য লিপ সার্জারি করিয়ে বক্তদের চরম সমালোচনার শিকার হয়েছিলেন নুসরাত জাহান।
তিনি ইনস্টাগ্রাম বেশি ব্যবহার করেন ইনস্টাগ্রাম ফলোয়ার সাড়ে সাত লক্ষ++
তার সর্বমোট ফ্যানদের মধ্যে ১৬% ফ্যান বাংলাদেশী
১ম বারের মত শাকিব খানের সাথে বাংলাদেশ ভারতীয় যৌথ সিনেমা 'নাকাব' সিনেমায় অভিনয় করেন নুসরাত জাহান
২০১৮ সালে ২১ই সেপ্টেম্বর দুই বাংলার এসভিএফ এন্টারটেইনমেন্টের (ভারত) ও
জাজ মাল্টিমিডিয়ার (বাংলাদেশ) প্রযোজনায় ভারতে মুক্তি পায় নুসরাত জাহানের নাকাব সিনেমা
এর আগে নুসরাত জাহান কখনো বাংলাদেশে আসেন নি তবে তার 'নাকাব' সিনেমার জের ধরে আসা হবে..(বলেছেন)
Nusrat Jahan কত টাকা আয় করেন | নুসরাত জাহান | ব্যাক্তিগত তথ্য | অজানা তথ্য | Nusrat Jahan lifestyle
Reviewed by lifestyle top10
on
9/25/2018 09:46:00 AM
Rating:
![Nusrat Jahan কত টাকা আয় করেন | নুসরাত জাহান | ব্যাক্তিগত তথ্য | অজানা তথ্য | Nusrat Jahan lifestyle](https://i.ytimg.com/vi/5uTRFHIe7B4/0.jpg)
No comments: