নামঃ মাইনুল আহসান নোবেল
ডাকনামঃ নোবেল
জন্মঃ ৭ই নভেম্বর ১৯৯৭
বর্তমান বয়সঃ ২১ বছর (২০১৮)
জন্মস্থানঃ গোপালগঞ্জ
পরিবারের সাথে ঢাকা বসবাস করেন
জাতীয়তাঃ বাংলাদেশ, ধর্মঃ ইসলাম (মুসলিম)
পেশাঃ গায়ক
ভাইরাল হয়েছন সা রে গা পা মঞ্চে অসাধারন পারফর্মেন্স করে
আলোড়ন সৃষ্টি করেন সা রে গা মা মঞ্চে জেমসের গাওয়া 'বাবা' গান গেয়ে
তার ইউটিউবে 'Nobel Man' নামে একটি চ্যানেল আছে
ইউটিউবে কাজ করা শুরু করেন ২০১৭ সাল থেকে। বর্মানেতার ইউটিউব চ্যানেলের সাবক্রাইবার ১লক্ষ++
ইউটিউব চ্যানেল থেকে তিনি মাসে প্রায় ২০-৩০ হাজার টাকা আয় করেন
গান গাইবার সময় তিনি চোখ বন্ধ করে গানের সাথে একাত্ম হয়ে যান
তিনি মুলত রক গান গাইতে পছন্দ করেন
তিনি তেমন ভাবে কারো কাছ থেকে গান শিখেন নি তবে গানের গুরু হিসেবে জেমস ও আইয়ুব বাচ্চুকে মানেন
তার বাবা নিজেও একজন শিল্পী হতে চেয়েছিলেন। যথেষ্ট সম্ভাবনা থাকা স্বত্তেও তিনি শিল্পী হতে পারেননি বাবার স্বপ্ন তিনি নিজের মধ্যে সফল করেন
তিনি প্রথম আলোচনায় আসেন বাংলাদেশী “বাংলালিংক নেক্সটিউবার” রিয়েলিটি শো’র মাধ্যমে। সেখানে তিনি সেরা ছয়ের মধ্যে জায়গা করে নিয়েছিলেন
তিনি অবসরে গিজার বাজাতে পছন্দ করেন
অনেকেই জানেন না, নোবেল 'দ্যা ট্র্যাপ' ব্যান্ডের ভোকাল।এই ব্যান্ড নিয়ে কিছুদিন আগে বামবার তত্ত্বাবধানে একটা অনুষ্ঠানে গান গেয়েছেন নোবেল, যেখানে ছিল বাংলাদেশের শিরোনামহীন, ওয়ারফেজ, আর্টচেল, মাইলস সহ বেশ কয়েকটি বড় বড় ব্যান্ড
তার বর্তমান ফেসবুক ফলোয়ার সংখ্যা ১লক্ষ++
‘বাবা’ গানটি গাওয়ার আগে নোবেল কেবল বলেছিলেন, ‘জেমসের বাবা গান’। অর্থাৎ গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকের নাম উল্লেখ করেননি। এই ব্যাপারটিকে অনেকে সহজভাবে নেননি ফলে কিছুটা বিতর্কের মধ্যে পরেন
নোবেল বাংলাদেশের গর্ব তার জন্য সবার অনেক অনেক শুভ কামনা
Mainul ahsan nobel lifestyle | ব্যক্তিগত তথ্য | অজানা তথ্য | মাইনুল হাসান নোবেল সা রে গা মা পা ২০১৮
Reviewed by lifestyle top10
on
10/11/2018 02:29:00 AM
Rating:
![Mainul ahsan nobel lifestyle | ব্যক্তিগত তথ্য | অজানা তথ্য | মাইনুল হাসান নোবেল সা রে গা মা পা ২০১৮](https://i.ytimg.com/vi/ffDIVXdu4Nw/0.jpg)
To see more about Noble ( a emerging super briliant rockstar in bangladesh) lifestyle you can visit this link. https://insiderbd.com/noble-a-emerging-rock-star-in-bangladesh/
ReplyDelete