Mustafizur rahman কত টাকা আয় করে | ব্যাক্তিগত তথ্য | সকল অজানা রেকর্ড | mustafizur rahman lifestyle


নামঃ মুস্তাফিজুর রহমান (মুস্তাফিজ)
অন্যনামঃ কাস্টার মাস্টার, দ্যা ফিজ
পেশাঃ একজন বাংলাদেশী ক্রিকেটার
জন্মঃ ৬ই সেপ্টেম্বর, ১৯৯৫
বর্তমান বয়সঃ ২৩ বছর (২০১৮ পর্যন্ত)
জন্মস্থানঃ কালিগঞ্জ,সাতক্ষীরা,খুলনা
জাতীয়তাঃ বাংলাদেশী, ধর্মঃ ইসলাম
উচ্চতাঃ ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার), ওজন ৬৭ কেজি
প্রাতিষ্ঠানিক পড়ালেখা তেমন একটা করেন নি ৮ম শ্রেনী পর্যন্ত
কার্যকাল শুরু ২০১৪ সাল থেকে বর্তমান
মাঠে তার ভূমিকা একজন বামহাতি মিডিয়াম-ফাস্ট বোলার হিসাবে এবং বাম হাতে ব্যাট করে থাকেন
বিসিবি থেকে প্রতি মাসে ২-৩ লক্ষ টাকা বেতন পান
মায়ের নামঃ মাহফুজা খাতুন
বাবার নামঃ আবুল কাসেম গাজী
মুস্তাফিজুর রহমানরা তিন ভাই,
বড় ভাইয়ের মাহফুজুর রহমান,
মেজো ভাই মোখলেছুর রহমান পল্টু
২৪ই এপ্রিল ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় (ক্যাপ ৪৪)
ওডিআই অভিষেক ১৮ই জুন ২০১৫ বনাম ভারত
(ক্যাপ ১১৮)
টেস্ট অভিষেক ২১ই জুলাই ২০১৫ বনাম দক্ষিণ আফ্রিকা (ক্যাপ ৭৮)
ওডিআই জার্সি নাম্বার ৯০
তিনি তার অভিষেক ওইডিআই ম্যাচে ভারতের বিপক্ষে বিশ্বের ১০ম বোলার হিসেবে  ৫ উইকেট নিয়েছেন
তিনিই বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি তার প্রথম দুই ম্যাচে এগারোটি উইকেট লাভ করেছেন
বিশ্বের ৪র্থ বোলার যিনি আন্তর্জাতিক পরপর ১ম ও ২য় ম্যাচে ম্যান অব ম্যাচ পুরুস্কার পেয়েছেন
তিনিই একমাত্র খেলোয়াড় যিনি উভয় একদিনের আন্তর্জাতিক এবং টেস্টের অভিষেকে 'ম্যান অফ দ্যা ম্যাচ' পুরস্কার লাভ করেছেন
মুস্তাফিজুর রহমান এই পর্যন্ত বাংলাদেশ ছাড়াও বিদেশী প্রায় ৯টি ঘরোয়া টুর্নামেন্ট খেলেছেন
 ওইডিয়াই ৫ উইকেট শিকার করেছেন তিনবার
তিনি ভারতের ঘরোয়া ক্রিকেটের বড় আসর আইপিএলে ২০১৬,২০১৭ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবং ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন
২০১৬ সালে অনুষ্ঠিত আইপিএলে তিনি "সানরাইজার্স হায়দ্রাবাদ" দলে খেলে ইমাজিং ক্রিকেটার এওয়ার্ড পেয়েছেন
১ম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক ২০১৫ সালের আইসিসি ওডিআই বর্ষসেরা দলের অন্যতম সদস্য হিসেবে তাকে মনোনীত হন
তিনি তার কাটার বল করে বড় বড় বাঘা ব্যাটসম্যানকে কাবু করে 'কাটার মাস্টার' খ্যাত উপাধি পেয়েছেন
মুস্তাফিজের সেরা পছন্দের খেলোয়ার পাকিস্তানের পেসার মহম্মদ আমির
২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অসাধারণ পারফর্মেন্স করে দ্যা ফিজ খ্যাত হয়েছেন যদিও এর আগে কোচ চান্দিকা হাতুরা সিংহে উপাধি দেন
মুস্তাফিজুর রহমান তার ক্রিকেট জীবনে চেয়েছিলেন ব্যাটসম্যান হতে কিন্তু তার এক কোচের পরামর্শে বনে যান বোলার
তার ক্রিকেট জীবনের আসার বড় অবদান তার মেঝো ভাই মোখলেছুর রহমানের তিনিও একজন ক্রিকেটার
মুস্তাফিজ বাস্তব জীবনে খুবই সাদামাটা এবং দরিদ্র পরিবারের সন্তান এবং বাস্তাবে তিনি খুব লাজুক টাইপের
তিনি তার জীবনের সফলতার পর তার এলাকায় সাতাক্ষীয় অনেক অনুদানে অংশ রখেছেন,রাখছেন
ছোটবেলা তার পরিবার চেয়েছিলেন মুস্তাফিজুর রহমান বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন
তার প্রথম  TVC বিজ্ঞাপন 'সেন্টার ফ্রেস'
১০ই আগষ্ঠ ২০১৬ সালে ইংলেন্ড কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে কাঁধে আঘাতের অস্ত্রোপচারের পরে হঠাৎই ছন্দপতন ঘটে কাটার মাস্টারের, হারিয়ে ফেলেছিলেন কাটারে যাদু..
স্কুল পালিয়ে লেখাপড়া না করেও ইচ্ছা শক্তি দিয়ে বড় পর্যায় আসা যায় মুস্তাফিজুর রহমান তার জ্বলন্ত প্রমান
Mustafizur rahman কত টাকা আয় করে | ব্যাক্তিগত তথ্য | সকল অজানা রেকর্ড | mustafizur rahman lifestyle Mustafizur rahman কত টাকা আয় করে | ব্যাক্তিগত তথ্য | সকল অজানা রেকর্ড | mustafizur rahman lifestyle Reviewed by lifestyle top10 on 9/26/2018 10:58:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.