নামঃ লিটন কুমার দাস (লিটন দাস)
ডাকনামঃ লিটু
পেশাঃ একজন বাংলাদেশী ক্রিকেটার
জন্ম: ১৩ অক্টোবর, ১৯৯৪
বর্তমান বয়সঃ ২৩ বছর (২০১৮ পর্যন্ত)
জন্মস্থানঃ দিনাজপুর
জাতীয়তাঃ বাংলাদেশী, ধর্মঃ হিন্দু ধর্ম
উচ্চতাঃ ৫ ফুট ৯ ইঞ্চি,
তিনি বিকেএসপিতে পড়াশুনা করেছেন
তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB) তে বিবিএ নিয়ে পড়াশুনা করছে
কার্যকাল শুরু ২০১১ সাল থেকে
মাঠে ভূমিকাঃ তিনি মূলত উইকেট-কিপার পাশাপাশি ডানহাতে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করেন
তিনি ক্লাবে এবং জাতীয় দলে খেলে মাসে প্রায় ২- ৫ কোটি টাকা আয় করেন
বিসিবি থেকে প্রায় ১-২ লক্ষ টাকা বেতন পান
১৭ই অক্টোবর ২০১১ সালে ঢাকা বিভাগের বিপক্ষে তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে
এছাড়া বাংলাদেশের অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৯ দলসহ বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়টর্সে ও কমিল্লার হয়ে খেলেছেন
১০ই জুন ২০১৫ সালে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক (ক্যাপ ৭৭)
৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে সফরকারী ভারত দলের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত অভিষেক টেস্টের প্রথম ইনিংসে লিটন দাস ৪৪ রান তোলেন ৪৫ বলে ৮ চার ও ১ ছক্কার সাহায্যে
এবং টিস্ট অভিষেক ম্যাচে ৪৫ বলে ৪৪ রান করেন যা বাংলাদেশী উইকেট-কিপারদের মধ্যে সর্বোচ্চ
১৮ই জুন ২০১৫ সালে ভারতের বিপক্ষে ওডিআই অভিষেক (ক্যাপ ১১৭)
২৮ই সেপ্টেম্বর ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে সেই ভারতের বিপক্ষেই ১ম (অভিষেক) সেঞ্চুরি করেন
৫ই জুলাই ২০১৫ সালে টি২০ অভিষেক বনাম দক্ষিণ আফ্রিকা (ক্যাপ ৪৬)
তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেটে আবহাওয়ানী ক্রিয়া টিমেত হয়ে খেলেন এবং প্রথম শ্রেনী ক্রিকেটে অন্যসব ক্রিকেটার থেকে তার রানের রের্কড অনেক বেশি
দিনাজপুরের মানুষ তাকে দিনাজপুরের গিলি বলে
তার ক্রিকেটার হওয়ার পিছনে মূল ভূমিকা দিনাজপুর জেলা ক্রিকেট টিমের কোচ আবু সামাদ মিঠু
তিনি তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে উইকেট-রক্ষণের দায়িত্ব পেয়েছেন এর আগে খালেদ মাসুদ ও মুশফিক ছিলেন
তাকে মুশফিকের উওরসূরি হিসাবে বিবেচনা করা হয়
লিটন দাসের জার্সি নাম্বার ১৬
তাকে বাংলাদেশ দলের গেইল বলা হয়
অবসর সময়ে তার বাড়ি দিনাজপুরে মাছ ধরতে ভালবাসেন
তার কাছে মাইকেল ক্লার্ক,এবিডি ভিলিয়াস, বিরাট কোহলির খেলা ভালো লাগে
তিনি হিন্দুধর্মের অবলম্বি বিধায় একদল দশর্ক মহল তার ধর্ম নিয়ে ফেসবুজ পেজে বাজে কমেন্ট করে এর প্রতিক্রিয়া স্বরুপে তিনি তার পেজে সেই স্কিনসট পোস্টের মাধ্যমে মন্তব্যও করেছিলেন একবার যা নিয়ে অনেক বিতর্কও সৃষ্টি হয়
Liton Kumar Das কত টাকা আয় করে | ব্যাক্তিগত তথ্য | সকল অজানা রেকর্ড | liton kumar das lifestyle
Reviewed by lifestyle top10
on
9/28/2018 07:41:00 PM
Rating:
![Liton Kumar Das কত টাকা আয় করে | ব্যাক্তিগত তথ্য | সকল অজানা রেকর্ড | liton kumar das lifestyle](https://i.ytimg.com/vi/lkghaQ8wCbE/0.jpg)
No comments: