আইয়ুব বাচ্চু জীবন বৃত্তান্ত | জন্ম | মৃত্যু | ক্যারিয়ার | অজানা তথ্য | Ayub Bachchu Life history


নামঃ আইয়ুব বাচ্চু
ডাকনামঃ রবিন
তিনি তার শ্রোতা-ভক্তদের কাছে এবি নামেও পরিচিত ছিলেন
তিনি ১৯৬২ সালের ১৬ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন
চট্রগ্রাম মুসলিম হাই স্কুল থেকে তিনি পড়াশুনা করেছিলেন
তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যান্ড সংগীতের কিংবদন্তি
এই জনপ্রিয় ব্যান্ড কিংবদন্তি হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৮ সালের ১৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান
মৃত্যু কালীন তার বয়স হয়েছিল ৫৬ বছর
জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্কয়ার হাসপাতালের চিকিৎসক মির্জা নাজিম জানান, হাসপাতালে আনার আগেই আইয়ুব বাচ্চুর মৃত্যু হয়। তার মেজর হার্টঅ্যাটাক হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু জানান, রাতে কনসার্ট থেকে ফিরে অসুস্থ বোধ করেন বাচ্চু। তখন তার প্রেসার হাই ছিল। এরপর তার অবস্থা খারাপ হতে থাকলে সকাল সোয়া ৯টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইয়ুব বাচ্চু ছিলেন ব্যান্ডদল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকাল। তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান শিল্পী-সাংবাদিক-নাট্য ব্যক্তিত্বসহ সাংস্কৃতিক অঙ্গণের লোকজন। আকস্মিক এ সংবাদে গুণী এ শিল্পীর স্বজন, সহশিল্পী, সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ষাটের দশকে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম আইয়ুব বাচ্চুর। নব্বইয়ের দশক থেকে ব্যান্ড সংগীতের চর্চা শুরু করেন তিনি।  এরপর গান ও গিটারের জাদুতে ভক্ত-শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এই গায়ক ও সংগীত পরিচালক। গত ১৬ আগস্ট ছিল তার শেষ জন্মদিন
আইয়ুব বাচ্চু জীবন বৃত্তান্ত | জন্ম | মৃত্যু | ক্যারিয়ার | অজানা তথ্য | Ayub Bachchu Life history আইয়ুব বাচ্চু জীবন বৃত্তান্ত | জন্ম | মৃত্যু | ক্যারিয়ার | অজানা তথ্য | Ayub Bachchu Life history Reviewed by lifestyle top10 on 10/18/2018 08:14:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.