মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী ব্যাক্তিগত তথ্য | অজানা তথ্য | jannatul ferdous oishi lifestyle


নামঃ জান্নাতুল ফেরদৌস ঐশী
ডাকনামঃ ঐশী,মুনা
তিনি ২০১৮ মিস ওয়ার্ড বাংলাদেশ প্রতিযোগিতায় সেরা দশজন প্রতিযোগীর মধ্য থেকে বিজয় হয়েছেন
জন্মঃ ২৭ই আগষ্ট ২০০০
বর্তমান বয়সঃ ১৮ বছর (২০১৮ পর্যন্ত)
জন্মস্থানঃ পিরাজপুরের মাটি ভাঙ্গা
জাতীয়তাঃ বাংলাদেশী, ধর্মঃ ইসলাম
উচ্চতাঃ ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৮ মিটার)
২০১৮ সালে মাটি ভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক (Hsc) সম্পন্ন করেছেন
বাবা নামঃ আব্দুল হাই, তিনি একজন সমাজসেবী
মায়ের নামঃ আফরোজা হোসনে আরা, তিনি একজন স্কুল শিক্ষিকা।
তার বড় দুই বোন রয়েছে। এক বোনের নাম শশী
প্রিয় অভ্যাসঃ বই পড়া ও গান শোনা
প্রিয় লেখকঃ হুমায়ূন আহমেদ
প্রিয় বইঃ হিমু ও মিসির আলী সিরিজের বই
প্রিয় অভিনেতাঃ রাজ্জাক
প্রিয় অভিনেত্রীঃ শাবানা ও নুসরাত ফারিয়া
প্রিয় শিল্পীঃ মিফতাহ জামান
প্রিয় খাবারঃ ভাত, বাইম মাছ, আলু
প্রিয় রঙঃ সবুজ
প্রিয় পোশাকঃ শাড়ি
মধ্যবিত্ত পরিবারের ঐশী কাকতালীয়ভাবে প্রতিযোগিতায় আসেন,এইচএসসি শেষ করে ঢাকায় আত্নীয়ের বাসায় এসেছিলেন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য। হঠাৎ-ই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর আবেদন চলছে শুনে নাম লেখান
তিনি পড়াশোনার পাশাপাশি স্কুল ও কলেজে নিয়মিত বিতর্ক প্রতিযোগীতায় অংশ নিয়েছেন
প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ভাল নাচতে পারেন। সাঁতার, আঁকাআঁকি, লেখালেখি, গান, উপস্থাপনায়ও তার সমান আগ্রহ রয়েছে..
বাবা মত সামাজিক কর্মকান্ড বাল্যবিবাহ  সচেতনতামূলক কর্মকাণ্ডেও যুক্ত আছেন
তিনি ৩০ হাজার জনকে ধাপে ধাপে পিছনে ফেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হয়েছে
চীনে অনুষ্ঠিত বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা বাংলাদেশের হয়ে তিনি প্রতিনিধিত্ব করবেন
ঐশীকে বিচারক এইচটুও মানে কী? প্রশ্ন করেলে,তার উত্তরে তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন
জান্নাতুল ফেরদৌস ঐশী দেখতে সিম্পল এবং ভদ্র বিধায় তার হেটার্সরা অনেকেই তাকে খ্যাত বলে বিতর্ক সৃষ্টি করতে চেয়েছেন

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী ব্যাক্তিগত তথ্য | অজানা তথ্য | jannatul ferdous oishi lifestyle মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী ব্যাক্তিগত তথ্য | অজানা তথ্য | jannatul ferdous oishi lifestyle Reviewed by lifestyle top10 on 10/02/2018 05:07:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.