পূর্ন নামঃ তাসকিন আহমেদ তাজিম (তাসকিন)
ডাকনামঃ তাজিম
পেশাঃ বাংলাদেশী ক্রিকেটার
জন্ম তারিখ: এপ্রিল 03, 1995
জন্ম স্থান: মোহাম্মদপুর, ঢাকা
উচ্চতা: 6 ফুট 2 ইঞ্চি
জাতীয়তাঃ বাংলাদেশী, ধর্মঃ ইসলাম
তিনি কিং খালেদ ইনস্টিটিউট থেকে এসএসসি এবং স্ট্যানফোর্ড কলেজ থেকে এইসএসসি সম্পন্ন করেন
এবং তিনি বাংলাদেশের আমেরিকান ইউনিভার্সিটি (AIUB) তে বিবিএ করছেন
কার্যকাল শুরু ২০১১ সাল থেকে বর্তমান
মাঠে তার ভূমিকা একজন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার হিসেবে এবং তিনি লেট অর্ডারে বামহাতে ব্যাট করে থাকেন
বিসিবি থেকে মাসে ১-১.৫ লক্ষ্য টাকা বেতন পান
মোট সম্পদের পরিমান প্রায় ১৭ কোটি টাকা
তার বাবার নাম আব্দুর রশিদ এবং মায়ের নাম ইয়ামিন
বাবা-মা এবং ছোট দুই বোন নিয়ে তাসকিনের পরিবার
২০১৭ সালের ৩১ অক্টোবর বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ।
২৯ই সেপ্টেম্বর ২০১৮ সালে ১ম বারের মত পুত্র সন্তানের বাবা হন তাসকিন আহম্মেদ
২০১৬ সালের মে মাসে নতুন গাড়ি কিনে ফেসবুকে স্ট্যাটাস দেন..গাড়ি মূল্য প্রায় ২১লাখ টাকা
২০১১ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ঢাকা মেট্রোপলিটনের প্লেয়ার হিসাবে তার প্রথম আত্মপ্রকাশ ঘটে
তিনি বিপিএল ২০১২ চিটাগং কিংস এর প্রতিনিধিত্ব হিসেবে নিয়মিত ঘন্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিংয়ে করে ভয়ঙ্কর পারফরম্যান্সের পর আলোচনায় আসেন
১লা এপ্রিল ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুয়েন্টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে (ক্যাপ ৪৩)
১৭ই জুন ২০১৪ সালে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে অভিষেক হয় (ক্যাপ ১১২)
এবং তিনিই প্রথম একমাত্র বাংলাদেশী খেলোয়াড় হিসেবে ওইডিআই অভিষেক ম্যাচে ৫ উইকেট পান (ভারত)
১২ই জানুয়ারি ২০১৭ সালে ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে অনুষ্ঠিত ২-টেস্টের সিরিজের ১ম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় (ক্যাপ ৮৩)
২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন
২০১৬ সালের মার্চে আইসিসি কর্তৃপক্ষ বোলিং অ্যাকশন ‘ত্রুটিযুক্ত’ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ করে তাসকিন আহম্মেদকে
২০১৮সালে প্রথমবারের মত আফগানিস্তান প্রিমিয়ার লিগে কান্দাহার নাইটস হয়ে খেলার সুযোগ পান
তাকে বাংলাদেশ ক্রিকেট দলের স্প্রিড স্টার বলা হয়
জাতীয় বলে সবাই তাকে হিরো বলে ডাকে
তার জার্সি নাম্বার ৩
খেলাধুলার ব্যস্ততার কারনে এখনো তিনি তার গ্রাজুয়েশন শেষ করতে পারছেন না
তার একটি রেস্টুরেন্টে আছে যার নাম- Taskin Territory
তিনি যখন নাইন টেনে পড়েন তখন তার অনেক মেয়ে বন্ধু ছিলো যার ফলে তার মা বাবা তার ফোন নিয়ে নেয়
তিনি Bang,Raw nation,Yamaha,Apex,Grammenphone ছাড়াও বেশ কয়েকটি ব্যান্ড মডেল হিসেবে নিযুক্ত আছেন
তার প্রিয় খাবার বিরিয়ানি
প্রিয় ক্রিকেটার মারশাফি
প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো
ফুটবলে তিনি ব্রাজিল দলের ভালো সমর্থক
তাসকিন আহমেদ ব্যক্তিগত ভাবে খুবই পজেটিভ মাইন্ডের, মানুষেরা তার সাথে নেগেটিভ মাইন্ডের
ব্যবহার করেলেও তিনি সব সময় পজেটিভ থাকেন
ক্যারিয়ার শুরু পর তাসকিন আহমেদকে বেশ কয়েকটি ব্যক্তিগত বিতর্কের মধ্যে পরতে হয়েছে
ইংল্যান্ডে এক নারী ভক্ত ‘কিস’ করেন টাইগার পেসার তাসকিন আহমেদকে যার ফলেও তাকে নিয়ে কিছুটা বির্তক সৃষ্টি হয়
২০১৬ সালে অক্টোবর মাসে তাসকিন আহমেদ তার কালো চুল বদলে সোনালি রঙে চুলের স্টাইলের ছবি ফেসবুকে পোস্ট করলে চুলের নতুন রং নিয়ে ব্যঙ্গ করেন অনেকেই, ফলে চুলের স্টাইল বদলাতে বাধ্য হন
মাত্র ২২ বছর বয়সে ক্যারিয়ার শুরু না হতে হয়তেই বিয়ে করার জন্য বির্তকের মধ্যে পরেছিলেন তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ খুবই স্মার্ট এবং খুব সৌন্দর্যের অধিকারী বিধায় তার এক শ্রেণীর সাপোর্টারা তার স্ত্রী হিসেবে আরো সুন্দর এবং স্মার্ট মেয়ে আশা করেছিলেন
বিয়ের পর হঠাৎই বউ পিঠানোর বির্তকের মধ্যেও পরেছিলেন তাসকিন আহমেদ যদিও পরে তাসকিন ও তার স্ত্রী বিষয়টি মোটেও সত্য নয় বলেছেন
বিয়ের পরে তার স্ত্রী সৈয়দ রাবেয়া নাঈমা অন্তঃসত্বা হলে তা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। বিতর্কের বিষয় তাসকিনের বিয়ের আগেই তার স্ত্রী অন্তঃসত্বা ছিল যার ফলে তিনি দ্রুত বিয়ে করেছেন
সন্তান ভূমিষ্ঠ হলে পুত্র সন্তান ও স্ত্রী সহ সেস্ফি তুলে ফেসবুকে সেয়ার করেলে, তার স্ত্রী ও তাকে নিয়ে নোংরা কমেন্ট করা শুরু হয়, যার ফলে এইসব নোংরামির উত্তর না দিয়ে থাকতে পারেন নি..
Taskin Ahmed কত টাকা আয় করে | ব্যক্তিগত তথ্য | অজানা সকল তথ্য | Taskin Ahmed lifestyle
Reviewed by lifestyle top10
on
10/01/2018 07:02:00 AM
Rating:
![Taskin Ahmed কত টাকা আয় করে | ব্যক্তিগত তথ্য | অজানা সকল তথ্য | Taskin Ahmed lifestyle](https://i.ytimg.com/vi/JzFhXTWOaoY/0.jpg)
No comments: