মাশরাফি কত টাকা আয় করেন? | পরিবার | গাড়ি | বাড়ি | ব্যক্তিগত তথ্য | অজানা তথ্য | mashrafe lifestyle


নামঃ মাশরাফি বিন মর্তুজা (মাশরাফি)
ডাক নামঃ কৌশিক
অন্যনামঃ ম্যাশ,নড়াইল এক্সপ্রেস
১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের মহিষখোলায় জন্মগ্রহণ করেন। বর্তমান বয়সঃ ৩৪ বছর (২০১৮ পর্যন্ত)
জাতীয়তাঃ বাংলাদেশী, ধর্মঃ ইসলাম
উচ্চতাঃ ৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)
তার শিক্ষা জীবন শুরু হয় নরাইল প্রাথমিক বিদ্যালয়ে
২০০১ সালে নরাইল সরকারি  উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন
২০০৩ সালে নরাইল সরকারি ভিক্টোরিয়া কলেজে থেকে উচ্চমাধ্যমিক  (hsc) শেষ করেছেন
২০০৩-২০০৪ সিশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শন শাস্ত্রে অনার্সে ভর্তি হন

ক্রিকেট ব্যস্ততার জন্য পরবর্তীতে আর একাডেমিক পড়াশোনা হয় নি

মাঠে ভূমিকাঃ ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার, এবং লেড অর্ডারে ক্যামিয়ো হিসেবে ব্যাট করে থাকেন

বিসিবি থেকে প্রতিমাসে ৪ লক্ষ টাকা বেতন পান
মোট সম্পদ পরিমান প্রায় ৫০ কোটি টাকা
তার বাবা নাম গোলাম মতুর্জা স্বপন,মায়ের নাম হামিদা মতুর্জা বলাকা
দুই ভাইয়ের মধ্যে মাশরাফি বড়।
২০০৬ সালে সেপ্টেম্বর মাসে স্কুল জীবনে বান্ধবী সুমনা হক সুমিকে বিবাহ করেন
বর্তমানে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা
২০১১ সালে ১৮ই মার্চে ১ম বারের মত মেয়ের বাবা হন মেয়ের নাম হুমায়রা মর্তুজা জন্মদিন
২০১৪ সালে ৫ই অক্টোবর মাশরাফি ও সুমনা হক সুমির ছেলে সাহেল মুর্তজার জন্ম হয়
তার মায়ের জন্য নাড়াইলে তিনি স্বপ্নের বাড়ি বানিয়েছেন
তার ব্যবহিত গাড়ি মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা
বাংলাদেশ এ-দলের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেই মাশরাফি জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন
৮ই নভেম্বর, ২০০১ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। (ক্যাপ ১৯)
তার প্রথম শিকার ছিলো জিম্বাবুয়ের তখনকার নামকরা তারকা ব্যাটসম্যান গ্র্যান্ট ফ্লাওয়ার 
এবং তার শেষ টেস্ট ছিলো ৯ই জুলাই ২০০৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই অভিষেক হয় ২৩ নভেম্বর ২০০১ বনাম জিম্বাবুয়ে (ক্যাপ ৫৪)
টি২০আই অভিষেক ২৮ নভেম্বর ২০০৬ বনাম জিম্বাবুয়ে (ক্যাপ ৪)
২০১৭ সালে ৬ই এপ্রিল বাংলাদেশ বনাম শ্রীলংকা সিরিজের শেষ টি২০ দিয়ে তিনি আন্তর্জাতিক টি২০ খেলা থেকে অবসর নেন
৪৯ উইকেট নিয়ে ২০০৬ ক্রিকেট পঞ্জিকাবর্ষে মাশরাফি ছিলেন একদিনের আন্তর্জাতিক খেলায় বিশ্বের সর্বাধিক উইকেট শিকারী
ঐতিহাসিকভাবে বাংলাদেশে মোহাম্মদ রফিকের মত আন্তর্জাতিক মানের স্পিনার থাকলেও উল্লেখযোগ্য কোন পেস বোলার ছিল না, মাশরাফি বাংলাদেশের সেই শূন্যস্থান পূরণ করেন
২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত তৃতীয় টেস্ট খেলার সময় তিনি প্রথম বারের মত হাঁটুতে আঘাত পান। ফলে তিনি প্রায় দু'বছর ক্রিকেটের বাইরে থাকতে বাধ্য হন
তার ১৬ বছরের ক্যারিয়ারে ১১ বার চোটের কারণে দলের বাইরে যেতে হয়েছে
সারাবিশ্বে তিনিই একমাত্র ক্রিকেটার যে কিনা ৭ বার সার্জারি করার পরেও ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন এবং প্রতি ম্যাচ শেষ নিজেই হাটু থেকে সিরিজ দিয়ে পানি বের করেন
২০১০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে ছিলেন এবং ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের সাথে হোম সিরিজে তিনি অধিনায়কত্ব পান
তিনি বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা পেস বলার ও সেরা অধিনায়ক।
২০০৯ সালের ১ম বারের মত আইপিএলে কেকেআরের হয়ে খেলেছিলেন মাশরাফি
বিপিএলে ২০১২ ও ২০১৩ আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং ২০১৭ আসরে রংপুর তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়
মাশরাফি ও ছেলে সাহেল মুর্তজার জন্মদিন একই দিনে ৫ই অক্টোবর
ছোটবেলা থেকেই ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন, আর মাঝে মধ্যে চিত্রা নদীতে সাঁতার কাটতেন
তার আগ্রহ ছিল বিশেষত ব্যাটিংয়ে, যদিও এখন তিনি বোলার হিসেবেই বেশি খ্যাত
মাশরাফির জার্সি নাম্বার ২
বাইক চালাতে অনেকটাই পছন্দ করেন ম্যাশ
তার প্রিয় খাবার আলুভর্তা, ডাল আর ভাত
তিনি ফুটবলে আর্জেন্টিনা দলের ও মেসির সমর্থক
নিজের শহরে তিনি প্রচণ্ড রকমের জনপ্রিয়। সেখানে তাকে "প্রিন্স অব হার্টস" বলা হয়
তিনি মাঠে কারো সাথে হ্যান্ড শেক করার সময় মাথার ক্যাপে হাত দিয়ে তুলে সংবর্ধনা যানান সবসময়
সবসময় পাচ ওয়াক্ত নামাজ আফায় করার চেষ্টা করেন
মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের একমাত্র ব্যক্তি যার সার্পোটার সংখ্যা সর্বাধিক, সাংবাদিক থেকে শুরু করে দর্শকদের কাছেও তিনি এক ভালবাসার নাম
বাংলাদেশ দলে সবার প্রিয়পাত্র নড়াইল এক্সপ্রেস এবং তিনি প্রিয়পাত্রই নন দলের সবার একজন অভিভাবকও
মাশরাফি কত টাকা আয় করেন? | পরিবার | গাড়ি | বাড়ি | ব্যক্তিগত তথ্য | অজানা তথ্য | mashrafe lifestyle মাশরাফি কত টাকা আয় করেন? | পরিবার | গাড়ি | বাড়ি | ব্যক্তিগত তথ্য | অজানা তথ্য | mashrafe lifestyle Reviewed by lifestyle top10 on 10/09/2018 02:17:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.