পুরো নামঃ আবন্তী দেব সিঁথি
ডাকনামঃ সিঁথি
অন্যনামঃ হুইসেলিং কুইন,শিস কন্যা,শিস প্রিয়া
জন্মঃ ২৩ নভেম্বর ১৯৯২
বয়সঃ ২৬ বছর
তার গ্রামের বাড়ি জামালপুর জেলায় ছোট থেকে বড় হয়েছেন বর্তমানে ঢাকারই বাসিন্দা
জাতীয়তাঃ বাংলাদেশী, ধর্মঃ হিন্দু ধর্ম
জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক
দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক শেষ করেছেন
এবং তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন
পেশাঃ গায়িকা,শিক্ষিকা
১৫ সেপ্টেম্বর ২০১৮ রাত সাড়ে ৯ টায় কলকাতার জি-বাংলায় জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা-তে ‘কাপ সং’ ও গানের তালে শিস তুলে আউটস্টান্ডিং পারফর্মেন্স করে আলোচনায় আসেন
মুখ দিয়ে তালেতালে শিস বাজানো এবং একই সাথে কাপ দিয়ে বাদ্যযন্ত্রের শব্দ তুলে গান গাওয়ার বিরল প্রতিভার অধিকারী অবন্তী সিঁথি
বাবা-মাঃ অদিত কুমার দেব ও দীপ্তি রাণী দেব
বড় বোনের নামঃ আদিতি সেতু
গত বছরও ২০১৭ সালে সারেগামাপা’য় অংশ নিয়েছিলেন সিঁথি এবং কাঁপ সংও উপস্থাপন করেছিলেন কিন্তু এবারের মত সাড়া পাননি
এছাড়া অংশ নিয়েছিলেন কলকাতার আরেক রিয়েলিটি শো’ দিদি নাম্বার ওয়ানেও
তিনি বাংলাদেশে কাপ সং এর জননী এবং তিনি এই দক্ষতা ইউটিউব থেকে অর্জন করেছেন
শিস দিয়ে গান গাওয়াকে ইংরেজীতে whistling song (হুইসেলিং) বলে
তিনি ২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা দশ ফাইনালিস্টে ছিলেন ৯ম স্থান হন।
প্রিয় শিল্পী: কুমার বিশ্বজিৎ, সুবীর নন্দী, হাবিব ওয়াহিদ, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ
২০১৬ সালে ৬ই সেপ্টেম্বর তিনি তার ইউটিউব চ্যানেলে কাপ ও ফয়েল পেপারকে বাদ্যযন্ত্র বানিয়ে কুমার বিশ্বজিতের গাওয়া ‘যেখানে সীমান্ত তোমার’ গেয়ে আপলোড করলে গানটি ‘ভাইরাল’ হয় এবং কুমার বিশ্বজিৎ তার ফেসবুক পেজে গানটি শেয়ার দিলে তিনি আলোচনায় আসেন
তিনি বর্তমানে বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটিতে রসায়ান বিষয়ে প্রভাষক হিসেবে নিযুক্ত আছে
আবন্তী সিঁথির ইউটিউব চ্যানেলের নাম 'abanti sithi' সাবক্রাইবার ৬৫ হাজার+
আবন্তী সিঁথির ফেসবুক ফলোয়ার ৪৪ হাজার+
বর্তমানে কলকাতাই আছেন এখন অবধি সারেগামাপাতে ৩২ জন প্রতিযোগী টিকে আছেন বাংলাদেশের আছেন ৫ জন তার মধ্যে আবন্তী সিথি একজন
অবন্তী সিঁথি কত টাকা আয় করে | ব্যক্তিগত তথ্য | অজানা তথ্য | Abanti Sithi Lifestyle biography
Reviewed by lifestyle top10
on
9/24/2018 12:12:00 AM
Rating:
![অবন্তী সিঁথি কত টাকা আয় করে | ব্যক্তিগত তথ্য | অজানা তথ্য | Abanti Sithi Lifestyle biography](https://i.ytimg.com/vi/xQua_zsDqdI/0.jpg)
No comments: